জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেল “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান”। সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে জুলাই মাসের গণআন্দোলনের স্মরণে যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা ১৯৭০-এর দশকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে তাঁদের ত্যাগ ও সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়।
দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে কলেজের আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।