Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে জুলাই যো’দ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ ও চলচ্চিত্র প্রদর্শন

জেলা প্রতিনিধি, পিরোজপুর 
জুলাই ৩১, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর 

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেল “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান”। সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে জুলাই মাসের গণআন্দোলনের স্মরণে যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা ১৯৭০-এর দশকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে তাঁদের ত্যাগ ও সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়।

দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে কলেজের আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।