Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে চিতলমারীতে বি/ক্ষোভ

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) 
জুলাই ৩১, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) 

জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণের নামে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের সংখ্যা কমিয়ে তিনটি করার প্রস্তাবের প্রতিবাদে বাগেরহাটের চিতলমারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পূর্বের ৪টি আসন পুনর্বহালের দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চিতলমারী উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস। আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেব হোসেন গাজী, শিপন মুন্সি, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামান, শিবপুর ইউনিয়নের সভাপতি শেখ নোয়াব আলী, চরবানিয়ারী ইউনিয়ন সভাপতি জাহিদুর রহমান, সন্তোষপুর ইউনিয়ন সভাপতি সরদার নজরুল ইসলাম, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম শেখ, কলাতলা ইউনিয়ন সভাপতি গাজী গাউসুল ইসলাম এবং হিজলা ইউনিয়ন সাধারণ সম্পাদক জামাল কাজী।

বক্তারা বলেন, বাগেরহাট জেলার মতো ঐতিহাসিক ও বৃহৎ জেলার একটি আসন কমিয়ে দেওয়া পুরো জেলার মানুষের সঙ্গে অবিচার করা হচ্ছে। এতে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হবে বলেও দাবি করেন তারা। বক্তারা দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার করে ৪টি আসন পুনর্বহালের জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।