Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থান-২০২৫-এর বর্ষপূর্তি পালিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) 
জুলাই ৩১, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) 

বাগেরহাটের কচুয়ায় “জুলাই গণঅভ্যুত্থান-২০২৫”-এর বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১:৩০ মিনিটে কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় এবং সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক সুযশ কান্তি মন্ডল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক প্রভাষক যমুনা গোলদার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এস এম বনি আমিন, প্রভাষক শেখ দেলোয়ার হোসেন, প্রভাষক আ ব ম শহীদুল ইসলাম এবং ছাত্রী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন কারিমা খাতুন, ফাহিমা আক্তার ও ঐশী সাহা।

বক্তারা তাদের বক্তব্যে ২০২৫ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরেন এবং সাম্য, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে প্রভাষক আ ব ম শহীদুল ইসলামের নেতৃত্বে একটি দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।