ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খাল থেকে অজ্ঞাত এক যুবকের (বয়স আনুমানিক ৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে খালের পানিতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে পুরুরা খালে পাটের আশ ছাড়ানোর সময় শ্রমিকরা পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি সালথা থানা পুলিশকে অবহিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। মরদেহটির শরীরে পচন ধরেছে এবং পোকা পড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্থানীয় কোনো ব্যক্তির নয়, সম্ভবত অন্য এলাকা থেকে ভেসে এসেছে। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (UD) মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.