Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ইজিবাইক চালক হ/ত্যা মা/মলায় ৫ জনের মৃ/ত্যুদ/ণ্ড

ফরিদপুর প্রতিনিধি 
জুলাই ৩১, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালককে হত্যার মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

১. মো. মেহেদী আবু কাওসার (সদর, ফরিদপুর)
২. মো. জনি মোল্লা (সদর, ফরিদপুর)
৩. মো. রাসেল শেখ (পলাতক)
৪. রাজেস রবি দাস
৫. মো. রবিন মোল্লা ওরফে ভিকি

এদের মধ্যে মো. রাসেল শেখ পলাতক থাকায় রায়ের সময় অনুপস্থিত ছিলেন।

বাদশা শেখ (রাজবাড়ী জেলা): তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৯ সালের ১৪ নভেম্বর ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা শওকত মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরদিন সকালে শহরের গোয়ালচামট মোল্যা বাড়ি সড়কের শেষ মাথায় বাইপাস রোড সংলগ্ন আবুল হোসেনের ধানক্ষেতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর নিহতের পিতা আয়নাল শেখ ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দীর্ঘ শুনানি, তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার পর আদালত ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।