Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে দুর্নীতি-অনিয়ম তদন্তে দুদক 

অশোক মুখার্জি, কলাপাড়া
জুলাই ৩১, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের শিক্ষক নিয়োগে দুর্নীতি, অনিয়ম এবং বিপুল সম্পদ-অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে দুদক মাঠে নেমেছে। মঙ্গলবার পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তানভির আহমেদ নেতৃত্বে দুদকের একটি অনুসন্ধান টিম দিনব্যাপী কলেজে অবস্থান করে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখেন। কলেজ ক্যাম্পাস পরিদর্শন শেষে অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ফাইল, অর্থ-হিসাব পরীক্ষা করা হয়।

কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন সত্যতা স্বীকার করলেও জানান, তাঁর আমলে এসব দুর্নীতি হয়নি। তবে অভিযোগ রয়েছে, কলেজের পুরাতন সাইক্লোন সেন্টার, অধ্যক্ষ কোয়ার্টার বিক্রি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ফি, অনার্স বিভাগের অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম হয়েছে। এছাড়া সরকারি অনুদান থেকে বিভিন্ন প্রকল্পের অর্থের অপব্যবহার ও আত্মসাতের অভিযোগ উঠেছে।

২০১৩-২০১৪ অর্থ বছরে সরকারি অনুদান নিয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ২২ মার্চ ২০২৩ কলেজের একজন শিক্ষার্থী বাদী হয়ে সাবেক অধ্যক্ষসহ বেশ কিছু ব্যক্তি ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা করেন। পরে আদালত তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ সময় মামলাটি স্থবির থাকলেও সম্প্রতি মামলা সচল হয়েছে।

দুদকের উপ-পরিচালক তানভির আহমেদ বলেন, “সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শীঘ্রই রিপোর্ট দেওয়া হবে এবং তার পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।