স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারীতে উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য, খুলনা জেলা সিপিবির সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা কমরেড রতন সেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় চিতলমারী উপজেলা সিপিবির উদ্যোগে দলীয় কার্যালয়ে কমরেড রতন সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও লাল সালাম জানান পার্টির নেতাকর্মীরা।
পরে উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ডা. সেকেন্দার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় বক্তৃতা করেন সিপিবির কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য কাজী সোহরাব হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক পংকজ রায়, ক্ষেতমজুর সমিতির সভাপতি মৃন্ময় মণ্ডল, জেলা কমিটির সদস্য সুকুমার বিশ্বাস, কৃষক নেতা সুখময় মণ্ডল এবং উপজেলা সিপিবি সদস্য জয়ন্ত মণ্ডল প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে কমরেড রতন সেনের সংগ্রামী জীবন, আদর্শ এবং দেশপ্রেমমূলক অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.