এমদাদ খান, মাদারীপুর
মাদারীপুর শহরের অন্যতম প্রধান সড়ক শহীদ বাচ্চু সড়কের অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার না হওয়ায় সড়কটির প্রায় ৩০০ মিটার জুড়ে সৃষ্টি হয়েছে গর্ত ও খানা-খন্দ। সামান্য বৃষ্টিতেই এই গর্তগুলোতে জমে থাকে পানি, ফলে সৃষ্টি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি, দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ।
শহরের গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকা পুরান বাজারে যাতায়াতের একমাত্র প্রধান সড়ক এটি। শহরের সদর মডেল থানার সামনে থেকে শুরু হয়ে প্রায় ১.৫ কিলোমিটার বিস্তৃত এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করে। কিন্তু সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সড়কটি সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, পানির জমাট, এবং কাদামাটি মিলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না, ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
রিকশাচালক ফারুক বলেন, “এই সড়কের অবস্থা এতটাই খারাপ যে মাসখানেক রিকশা চালালেই এর চাকা-চ্যাসিস সব নষ্ট হয়ে যায়।”
মেসার্স শৈবাল এন্টারপ্রাইজের মালিক নান্নু মুন্সি বলেন, “আমার দোকানের সামনে থেকে মাস্টার কলোনি জামে মসজিদ পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য। নতুন টেন্ডার হওয়া পর্যন্ত অন্তত কিছু ইট ফেলে রোলার দিয়ে ঠিক করে দিলেই কিছুটা উপকার হতো।”
তরমুগুরিয়া এলাকার মেসার্স রুবেল ট্রেডার্স এর মালিক জাহাঙ্গীর মাতুব্বর বলেন, “তরমুগুরিয়া জামে মসজিদ থেকে কাজি টাওয়ার পর্যন্ত প্রায় ১৫০ মিটার রাস্তা পুরোপুরি মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।”
মটখোলা এলাকার ব্যবসায়ী অলিউল হক বলেন, “মটখোলা থেকে কাজির মোড় পর্যন্ত প্রায় ৫০ মিটার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। দ্রুত সংস্কার প্রয়োজন।”
এ বিষয়ে মাদারীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম (উপসচিব) বলেন, “আমরা অতি দ্রুত শহীদ বাচ্চু সড়ক সংস্কারের কাজ শুরু করব। শুধু এই সড়কই নয়, পুরো শহরের রাস্তা উন্নয়নে কাজ চলবে।”
দ্রুত সংস্কার না হলে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সড়কটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।