খন্দকার রবিউল ইসলাম,রাজবাড়ী প্রতিনিধি
দায়িত্বে অবহেলা ও সাংগঠনিক কার্যক্রমে অনুপস্থিত থাকার অভিযোগে রাজবাড়ী জেলা ছাত্রদলের ৭ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান এবং সদস্যসচিব মো. শাহিনুর রহমান শাহীনের যৌথ স্বাক্ষরে জারি করা নোটিশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও তারা সংগঠনের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন এবং দায়িত্ব পালনে অবহেলা করেছেন। এসব অভিযোগের ভিত্তিতেই তাদের শোকজ করা হয়েছে।
শোকজকৃত নেতারা হলেন:
- বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল হোসেন
- পাংশা পৌর ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলাম রাশেদ
- পাংশা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শিপন ইসলাম
- পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শামিম হাসান রুবেল
- পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ
- রাজবাড়ী পৌর ছাত্রদলের সভাপতি মো. শরিফুল ইসলাম রবিন
- রাজবাড়ী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সামি জোবায়ের
নোটিশে বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দিতে হবে। আগামী ১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১২টার মধ্যে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের উপস্থিতিতে জেলা কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় কর্মকাণ্ডে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই কঠোর অবস্থান নিয়েছে জেলা ছাত্রদল।