ধোবাউড়া প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকারের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১৪৫ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ধোবাউড়া বাজার ব্রিজের পূর্ব পাশে সড়কের উপর সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। এ সময় ওই পিকআপে থাকা তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: বিল্লাল হোসেন (৩৩) গাজীপুর , জয়নাল (১৯) চারুয়াপাড়া, তৈয়ব সিদ্দিক, বিলাসপুর, জয়দেবপুর।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ধোবাউড়া থানা পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।