রুহুল আমিন, যশোর প্রতিনিধি
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে যশোর শিক্ষা বোর্ডে একাদশ শ্রেণিতে আসন সংখ্যা কমেছে ৯৬৫টি। গত বছরের তুলনায় এবার মোট আসন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ১২৯টি। নতুন করে একাদশ শ্রেণিতে পাঠদানের অনুমতি পেয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান।
তিনি জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৫৮৬টি কলেজে আসন সংখ্যা ছিল ২ লাখ ২১ হাজার ৯৪টি। কিন্তু শিক্ষার্থী ভর্তি হয়েছিল মাত্র ১ লাখ ২৮ হাজার ১৪৪ জন। ফলে খালি ছিল ৯২ হাজার ৯৫০টি আসন। অতিরিক্ত আসনের কারণে কয়েকটি কলেজ স্বেচ্ছায় আবেদন করে আসন কমিয়ে নেয়। এরই পরিপ্রেক্ষিতে নতুন শিক্ষাবর্ষে আসন কমানো হয়েছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে যশোর বোর্ডের অধীনে ৫৮৯টি কলেজে একাদশ শ্রেণিতে মোট আসন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ১২৯টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩ হাজার ৮৩১, মানবিক বিভাগে ১ লাখ ২৮ হাজার ২৮১ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছে ৪৮ হাজার ১৭টি আসন।
নতুনভাবে অনুমোদন পাওয়া তিনটি শিক্ষা প্রতিষ্ঠান হলো: যশোর কালেক্টরেট স্কুল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এবং সাতক্ষীরা কমার্স কলেজ। এর মধ্যে যশোর কালেক্টরেট স্কুল বিজ্ঞান বিভাগে ৭০টি, যবিপ্রবি স্কুলে তিন শাখায় ১২০টি এবং সাতক্ষীরা কমার্স কলেজে মানবিক ও বিজ্ঞান বিভাগে মোট ৩০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এই তিন প্রতিষ্ঠানের ৪০৯টি আসন নতুনভাবে যোগ হয়েছে।
জেলার ভিত্তিতে আসনসংখ্যা তুলে ধরলে দেখা যায়, যশোর জেলার ১১৮টি কলেজে আসন ৪০,৩৯৫টি, খুলনায় ১০১ কলেজে ৩৯,৩০৫টি, সাতক্ষীরায় ৭৪ কলেজে ২৭,০৬০টি, ঝিনাইদহে ৭৫ কলেজে ২৮,৩৯১টি এবং কুষ্টিয়ায় ৭০ কলেজে রয়েছে ২৫,৬০০টি আসন।
কলেজ পরিদর্শক আরও জানান, জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় শিক্ষার্থী ভর্তির প্রবণতা বাড়ায় একাদশ শ্রেণির আসন পূরণে ঘাটতি দেখা দেয়। সেই বাস্তবতায় এবারের আসন সংখ্যা কিছুটা হ্রাস করা হয়েছে।