বাবুগঞ্জ ( বরিশাল ) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ঘোষকাঠি এলাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে পৈত্রিক জমির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
ভুক্তভোগী মহিবুল ইসলাম সোহাগ জানান, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তার পৈত্রিক সম্পত্তির বাগানে ঢুকে প্রায় ৫০টির বেশি বনজ গাছ কেটে ফেলে। এতে তার প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
সোহাগ বলেন, “কে বা কারা এই কাজ করেছে তা নিশ্চিত নই, তবে এটি পূর্বপরিকল্পিত ও শত্রুতামূলক কাজ বলে মনে হচ্ছে।”
স্থানীয়দের অভিযোগ, এর আগেও এলাকায় এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে, কিন্তু যথাযথ প্রশাসনিক পদক্ষেপের অভাবে সেগুলোর সুষ্ঠু বিচার হয়নি। ফলে অপরাধীরা অনেক সময় ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যায়।
এ বিষয়ে বাবুগঞ্জ থানায় লিখিতভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। meanwhile স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.