Nabadhara
ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাজারের ময়লা: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি,মিলন সিদ্দিকী
আগস্ট ১, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ধামরাই (ঢাকা) প্রতিনিধি,মিলন সিদ্দিকী

 

ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এবং আশপাশের এলাকা এখন যেন ময়লার ভাগাড়। বাজারের বর্জ্য ফেলার ফলে প্রতিদিন নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে কোমলমতি শিশুরা।

বিদ্যালয়ের পাশেই অস্থায়ীভাবে বসা বাজার থেকে প্রতিদিন পচা সবজি, প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য ফেলা হয় বিদ্যালয়ের মাঠের আশপাশে। এতে বিদ্যালয়ের আঙিনা এবং খেলার মাঠে জমে থাকে আবর্জনা ও ময়লা। দুর্গন্ধ ও স্যাঁতসেঁতে পরিবেশে খেলাধুলা তো দূরের কথা, শিশুদের স্বাভাবিক চলাফেরাও হয়ে পড়েছে কষ্টকর।

স্থানীয় এক অভিভাবক ও সাংবাদিক মিলন সিদ্দিকী বলেন,
“আমাদের সন্তানরা প্রতিদিন এই বিদ্যালয়ে আসে পড়াশোনা ও খেলাধুলার জন্য। কিন্তু বাজারের ময়লা ও অপরিচ্ছন্ন পরিবেশে ওদের প্রতিদিন ঝুঁকির মধ্যে পড়তে হয়। এটা একেবারেই অমানবিক। কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেয়া উচিত।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা বলেন,
“আমাদের শিক্ষকরা প্রতিদিন পাহারা দেন, কারণ বাজারের লোকজন স্কুল মাঠে প্রকাশ্যে পেশাব করে। মাদকসেবীরা ভোরবেলা এসে ঘুমিয়ে থাকে। টিফিনের সময় শিক্ষকদের দাঁড়িয়ে থেকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। স্কুলে এখনো কোন বাউন্ডারি নেই, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

 

তিনি আরও বলেন,আমি নিজে গিয়ে দোকানিদের অনুরোধ করি যেন ময়লা না ফেলে। কিন্তু তারা কথা শুনে না। এই অবস্থায় আমরা খুব কষ্টে আছি।”

এ বিষয়ে ধামরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোবাখারুল ইসলাম মিজানের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয়রা বাজারের বর্জ্য দ্রুত অপসারণ এবং স্কুলের চারপাশে সুরক্ষিত বাউন্ডারি নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষার্থীরা পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।