ধামরাই (ঢাকা) প্রতিনিধি,মিলন সিদ্দিকী
ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এবং আশপাশের এলাকা এখন যেন ময়লার ভাগাড়। বাজারের বর্জ্য ফেলার ফলে প্রতিদিন নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে কোমলমতি শিশুরা।
বিদ্যালয়ের পাশেই অস্থায়ীভাবে বসা বাজার থেকে প্রতিদিন পচা সবজি, প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য ফেলা হয় বিদ্যালয়ের মাঠের আশপাশে। এতে বিদ্যালয়ের আঙিনা এবং খেলার মাঠে জমে থাকে আবর্জনা ও ময়লা। দুর্গন্ধ ও স্যাঁতসেঁতে পরিবেশে খেলাধুলা তো দূরের কথা, শিশুদের স্বাভাবিক চলাফেরাও হয়ে পড়েছে কষ্টকর।
স্থানীয় এক অভিভাবক ও সাংবাদিক মিলন সিদ্দিকী বলেন,
"আমাদের সন্তানরা প্রতিদিন এই বিদ্যালয়ে আসে পড়াশোনা ও খেলাধুলার জন্য। কিন্তু বাজারের ময়লা ও অপরিচ্ছন্ন পরিবেশে ওদের প্রতিদিন ঝুঁকির মধ্যে পড়তে হয়। এটা একেবারেই অমানবিক। কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেয়া উচিত।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা বলেন,
"আমাদের শিক্ষকরা প্রতিদিন পাহারা দেন, কারণ বাজারের লোকজন স্কুল মাঠে প্রকাশ্যে পেশাব করে। মাদকসেবীরা ভোরবেলা এসে ঘুমিয়ে থাকে। টিফিনের সময় শিক্ষকদের দাঁড়িয়ে থেকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। স্কুলে এখনো কোন বাউন্ডারি নেই, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
তিনি আরও বলেন,আমি নিজে গিয়ে দোকানিদের অনুরোধ করি যেন ময়লা না ফেলে। কিন্তু তারা কথা শুনে না। এই অবস্থায় আমরা খুব কষ্টে আছি।"
এ বিষয়ে ধামরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোবাখারুল ইসলাম মিজানের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়রা বাজারের বর্জ্য দ্রুত অপসারণ এবং স্কুলের চারপাশে সুরক্ষিত বাউন্ডারি নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষার্থীরা পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.