Nabadhara
ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধামরাই পৌরসভায় নাগরিক দু’র্ভোগ চ’রমে: কার্যকর সমাধান কোথায়?

ঢাকা প্রতিনিধি, মিলন সিদ্দিকী
আগস্ট ১, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা প্রতিনিধি, মিলন সিদ্দিকী

ঢাকা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর ধামরাই পৌরসভা এখন নানা নাগরিক সমস্যায় জর্জরিত। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত নগরায়ণের ফলে প্রতিদিন বেড়েই চলেছে সাধারণ মানুষের ভোগান্তি। শহরের রাস্তাঘাট, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও যান চলাচল—সব কিছুতেই যেন নেমেছে অব্যবস্থাপনার ছাপ।

বর্ষা মৌসুমে রাস্তায় হাঁটলেই কাদায় পা আটকে যায়, আর শুষ্ক মৌসুমে ধুলার ঝড়ে দম বন্ধ হওয়ার উপক্রম। সামান্য বৃষ্টিতেই শহরের অনেক এলাকা ডুবে যায় জলাবদ্ধতায়। পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন না থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।

নিয়মিত ময়লা না তোলায় শহরের সড়কের পাশে জমে থাকে আবর্জনার স্তূপ। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ ও মশার উপদ্রব। জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।

প্রধান সড়ক ও বাজার এলাকায় ট্রাফিক জট প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফুটপাত ও সড়কের বড় একটি অংশ দখল করে নিয়েছে হকাররা। পথচারীদের হাঁটার জায়গা পর্যন্ত থাকে না।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “রাস্তার অবস্থা আর ড্রেনেজের সমস্যা সমাধান না হলে ধামরাই শহর বসবাসের অযোগ্য হয়ে যাবে।”
অবস্থার উন্নতি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো চললেও এর স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিক দুর্ভোগ কমাতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে এগুলোর বাস্তবায়নে সময় লাগবে বলে জানানো হয়েছে।

ধামরাই পৌরবাসী এখন চায় দ্রুত এবং দৃশ্যমান উন্নয়ন। শুধু পরিকল্পনা নয়, চায় বাস্তবায়নের আশ্বাস। সমস্যার জালে জর্জরিত ধামরাই শহর কবে আবার স্বস্তির শহরে পরিণত হবে—এই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।