কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ এলাকা মিলপাড়ায় রাস্তা ও কালভার্টের দীর্ঘদিনের বেহাল অবস্থার প্রতিবাদে এবং দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় মিলপাড়ার কানু বাবুর মোড়ে (পুলিশ ফাঁড়ির সামনে) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কুষ্টিয়া পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ, স্থানীয় মহিলা, স্কুল-কলেজের শিক্ষার্থী, সমাজকর্মী, সচেতন নাগরিকসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, মোহিনী মোহন চক্রবর্তী সড়কটি দীর্ঘ ১৫-১৭ বছর ধরে সংস্কারবিহীন রয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত এবং অন্তত দশটির বেশি ভাঙাচোরা কালভার্ট রয়েছে। সামান্য বৃষ্টিতেই এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়, এতে চলাচলে ভোগান্তি ছাড়াও শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা ঘটছে।
কুষ্টিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং মিলপাড়ার বাসিন্দা আব্দুল-আল-জাহিদ (জাহাঙ্গীর) বলেন, “৬ মাস আগে আমি পৌরসভায় লিখিত আবেদন করেছিলাম। তারা আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি। আমি প্রশাসকের কাছে মিলপাড়া চাউলের বর্ডার হতে মিলবাজার মোড় এবং কবি আজিজুর রহমান সড়কের রাস্তা ও কালভার্ট দ্রুত সংস্কারের অনুরোধ জানাই।”
সমাপনী বক্তব্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া শাখার সভাপতি ও মিলপাড়াবাসী মুহাম্মদ শারাফাত হুসাইন বলেন, “১৯০৫ সালে এই মিলপাড়ায় ছিল মসজিদ, মন্দির, হাসপাতাল, খেলার মাঠ, স্কুল-কলেজ, রেলস্টেশন। অথচ আজ ২০২৫ সালে এসে একটা রাস্তার জন্য মানববন্ধন করতে হচ্ছে—এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের এই ঐতিহাসিক এলাকার ন্যায্য দাবির প্রতি যদি কর্তৃপক্ষ কর্ণপাত না করে, তবে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
এ সময় আরও বক্তব্য রাখেন মিলপাড়া পাকপাঞ্জা ক্লাবের সভাপতি সুমন বাকচি, সাবেক ক্রীড়াবিদ ও শিক্ষক স্বপন পাড়ই (কালা) সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে রাস্তা ও কালভার্ট সংস্কারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।