নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া গ্রামের বাউন পাড়দিয়া শাপলা বিলে নৌকাডুবিতে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে বন্দে আলী হাজীর বাড়ির পেছনের বিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার নুরে আলমের ছেলে মাহিন (১৬) এবং ময়মনসিংহের বাসিন্দা বায়েজিদ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে বিল এলাকায় যান। তারা একটি ছোট নৌকা ভাড়া করে পানিতে নামেন। এক পর্যায়ে অতিরিক্ত বোঝার কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে যায় এবং মাহিন ও বায়েজিদ পানিতে পড়ে নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, “বিলে থাকা মহিলারা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। প্রথমে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরেকজনের লাশ আধা ঘণ্টা পর বিল থেকে উদ্ধার করা হয়।”
কাপাসিয়া থানার এসআই জাহিদ বলেন, “নিহত মাহিনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি তদন্ত চলমান রয়েছে।”
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ছাবেল আলী জানান, “ঘটনাস্থল থেকে বায়েজিদের লাশ উদ্ধার করেছি।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া বলেন, “মুমূর্ষু অবস্থায় একজন যুবককে হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু তিনি আগেই মৃত্যুবরণ করেছেন।”
নিহত মাহিনের বড় ভাই মামুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ভাই আর নেই। সে ঘুরতে গিয়ে আর ফিরল না।”
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত বেঁচে ফেরা তিন বন্ধুকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।