নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে শহরের স্বপ্নছোয়া কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আজিজ-শাকুর পরিষদের মহাসচিব পদপ্রার্থী ডা. আব্দুস শাকুর খান।
আলোচনায় ডা. আব্দুস শাকুর বলেন,“আমরা সবাই একই পরিবারের সদস্য। জাতীয়তাবাদী চিন্তাধারার চিকিৎসকদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ একটি শক্তিশালী সংগঠন গড়তে চাই। আজিজ-শাকুর পরিষদকে বিজয়ী করলে চিকিৎসকদের সমাজসেবায় ভূমিকা রাখতে সুযোগ তৈরি হবে।”
উল্লেখ্য, বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় নির্বাচন আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এতে সারাদেশে ৩,১৯০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব ফরিদপুরের সাধারণ সম্পাদক ডা. আলী আকবর, ফরিদপুর মেডিকেল কলেজের ড্যাব সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, ছাত্রদলের সভাপতি ডা. শাকিল, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রুবেল, সিনিয়র সহ-সভাপতি ডা. ইয়ামিনসহ ফরিদপুর মেডিকেল কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রদলের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা নির্বাচনে আজিজ-শাকুর পরিষদের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং চিকিৎসা পেশাকে আরও মর্যাদাপূর্ণ ও জনবান্ধব করতে সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান।