সাতক্ষীরা প্রতিনিধি, আক্তারুজ্জামান বাচ্চু
সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উপলক্ষে মাটির সুরক্ষা ও সুষম সার ব্যবহারের গুরুত্ব বিষয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা। তিনি বলেন, “মাটির স্বাস্থ্য ভালো না থাকলে টেকসই কৃষি সম্ভব নয়। সুষম সার ও জৈব উপাদানের ব্যবহার সময়ের দাবি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলরুবা করিম এবং সঞ্চালনা করেন সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের শামসুন নাহার রত্না। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব ড. হারুণ অর রশীদসহ বিভিন্ন অঞ্চলের বৈজ্ঞানিক কর্মকর্তারা।
সমাবেশে কৃষকদের মাঝে পরিবেশবান্ধব কৃষি চর্চা ও মাটির নমুনা পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পরে কৃষকদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সমস্যা ও সমাধান তুলে ধরা হয়।