ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর সহযোগী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে শুক্রবার (১লা আগস্ট) গরীব, দুস্থ ও অসহায় প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
এই মানবিক কার্যক্রমের নেতৃত্ব দেন ড্যাবের সভাপতি এবং খ্যাতনামা চিকিৎসক প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, সমাজের অবহেলিত ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য তার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ড্যাবের এই ফ্রি চিকিৎসা সেবার কার্যক্রম ২০০৬ সালে শুরু হয়, তবে ২০০৯ সালে এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৫ বছর পর নতুন করে আবারও এই সেবা চালু করা হয়েছে। ডা. মোস্তাফিজুর রহমান বলেন, “আমার পরিবারের সদস্যরা সব সময় অসহায়দের পাশে ছিল, এখনো আছে। আমি সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি।”
এদিনের চিকিৎসা সেবায় অসহায় এতিম ও দুস্থ পরিবারের রোগীরা বিশেষভাবে উপকৃত হয়। ফ্রি চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং সকলেই এমন মহৎ কাজে নিয়মিততা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.