Nabadhara
ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ২০ কেজি গাঁ/জাসহ পিকআপ ও দুই জন আ/টক

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ১, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী এলাকার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজা থেকে ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান ও দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে আরও দুই জন পালিয়ে যেতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজার ৮ নম্বর লেনের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—চুমুরদির মো. সুমন শেখ (২৬) এবং নগরকান্দার জুলহাস মুন্সী হৃদয় (২২)। পলাতকদের মধ্যে রয়েছেন মো. আমির হোসেন (৪১) ও হাফিজুর মাতুব্বর (৪৪)।
শুক্রবার দুপুরে ডিএনসি ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক শেখ হাশেম আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান চালায়। এ সময় ২০ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএনসি জানায়, গ্রেফতার ও পলাতক আসামিরা আগেও মাদক সংক্রান্ত অপরাধে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপপরিচালক।

উল্লেখ্য, সরকার ঘোষিত ‘মাদকমুক্ত বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।