ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী এলাকার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজা থেকে ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান ও দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে আরও দুই জন পালিয়ে যেতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজার ৮ নম্বর লেনের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—চুমুরদির মো. সুমন শেখ (২৬) এবং নগরকান্দার জুলহাস মুন্সী হৃদয় (২২)। পলাতকদের মধ্যে রয়েছেন মো. আমির হোসেন (৪১) ও হাফিজুর মাতুব্বর (৪৪)।
শুক্রবার দুপুরে ডিএনসি ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক শেখ হাশেম আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান চালায়। এ সময় ২০ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএনসি জানায়, গ্রেফতার ও পলাতক আসামিরা আগেও মাদক সংক্রান্ত অপরাধে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপপরিচালক।
উল্লেখ্য, সরকার ঘোষিত ‘মাদকমুক্ত বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে।