Nabadhara
ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে পটুয়াখালীতে এবি পার্টির চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ১, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সিনিয়র ভাইস চেয়ারম্যান; গাজী নাসির, সাংগঠনিক সম্পাদক এবং প্রকৌশলী জিএম রাব্বী, সদস্য সচিব, বরিশাল জেলা শাখা। সভাপতিত্ব করেন প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসাইন, আহ্বায়ক, এবি পার্টি পটুয়াখালী জেলা শাখা।

আলোচনায় বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, এই আন্দোলন ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের মুক্তি ও নতুন রাজনৈতিক দিকনির্দেশনার সূচনাবিন্দু।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,
“জুলাই ২৪ যেন ৭১-এর মতো আরেকটি ‘চেতনার ব্যবসা’ না হয়ে যায়। বরং এই দিন থেকে আমরা শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যেতে চাই। যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তারা আওয়ামী লীগের মতোই জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। আর যারা নিজেদের বদলে জনগণের সঙ্গে সংযুক্ত থাকবেন, তারাই ভবিষ্যতের নেতৃত্বে থাকবেন।”

আলোচনা শেষে অতিথিরা চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। পরে পটুয়াখালী জেলা শাখার নতুন কার্যালয় — ‘মেডিসিন স্কয়ার’, ৪৯ শেরে বাংলা সড়কে — শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।