দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সিনিয়র ভাইস চেয়ারম্যান; গাজী নাসির, সাংগঠনিক সম্পাদক এবং প্রকৌশলী জিএম রাব্বী, সদস্য সচিব, বরিশাল জেলা শাখা। সভাপতিত্ব করেন প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসাইন, আহ্বায়ক, এবি পার্টি পটুয়াখালী জেলা শাখা।
আলোচনায় বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, এই আন্দোলন ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের মুক্তি ও নতুন রাজনৈতিক দিকনির্দেশনার সূচনাবিন্দু।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,
"জুলাই ২৪ যেন ৭১-এর মতো আরেকটি ‘চেতনার ব্যবসা’ না হয়ে যায়। বরং এই দিন থেকে আমরা শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যেতে চাই। যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তারা আওয়ামী লীগের মতোই জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। আর যারা নিজেদের বদলে জনগণের সঙ্গে সংযুক্ত থাকবেন, তারাই ভবিষ্যতের নেতৃত্বে থাকবেন।"
আলোচনা শেষে অতিথিরা চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। পরে পটুয়াখালী জেলা শাখার নতুন কার্যালয় — ‘মেডিসিন স্কয়ার’, ৪৯ শেরে বাংলা সড়কে — শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.