দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলায় মুক্তা আক্তার (২৫) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে চরবয়েড়া গ্রামের শ্বশুরবাড়িতে অচেতন অবস্থায় পাওয়া গেলে তাকে দুমকি উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যু নিয়ে পরিবার ও শ্বশুরবাড়ির মধ্যে বিপরীত বক্তব্য পাওয়া গেছে। শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছেন, মুক্তা স্ট্রোকে মারা গেছেন। তবে নিহতের ভাই মাসুম হোসেন অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে শ্বশুর-শাশুড়ি ও স্বামীর নির্যাতনের শিকার হচ্ছিলেন মুক্তা, সেই নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে সাধারণ ডায়েরির ভিত্তিতে (ডায়েরি নং: ৮/১ আগস্ট ২৫) পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ভাই মাসুম থানায় মুক্তার স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দিলেও পুলিশ তা প্রাথমিকভাবে আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।