Nabadhara
ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীকে ধ/র্ষ’ণের অভিযোগে মাদরাসার প্রিন্সিপাল গ্রে/প্তার

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি 
আগস্ট ১, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান আসামি ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. আবরারুল হককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে নরসিংদীর রায়পুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১ আগস্ট) তাকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আবরারুল হক (৩৫) ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই মাদরাসার প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন।

র‍্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে অভিযুক্ত আবরারুল হক নরসিংদীর রায়পুরায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে, বৃহস্পতিবার রাতে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, গত ২১ এপ্রিল ছুটি শেষে ওই মাদরাসাছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রিন্সিপাল আবরারুল হক কৌশলে গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা এলাকার একটি জায়গায় নিয়ে যান। সেখানে দুই দিন আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরে তিনি ওই ছাত্রীকে তার বাড়ির সামনে রেখে চলে যান।

এ ঘটনার পর ওই ছাত্রীর বাবা ঈশ্বরগঞ্জ থানায় প্রিন্সিপালের বিরুদ্ধে মামলা করেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আবরারুল হককে শুক্রবার সকালেই আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।