ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান আসামি ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. আবরারুল হককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে নরসিংদীর রায়পুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১ আগস্ট) তাকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আবরারুল হক (৩৫) ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই মাদরাসার প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন।
র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে অভিযুক্ত আবরারুল হক নরসিংদীর রায়পুরায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে, বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, গত ২১ এপ্রিল ছুটি শেষে ওই মাদরাসাছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রিন্সিপাল আবরারুল হক কৌশলে গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা এলাকার একটি জায়গায় নিয়ে যান। সেখানে দুই দিন আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরে তিনি ওই ছাত্রীকে তার বাড়ির সামনে রেখে চলে যান।
এ ঘটনার পর ওই ছাত্রীর বাবা ঈশ্বরগঞ্জ থানায় প্রিন্সিপালের বিরুদ্ধে মামলা করেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আবরারুল হককে শুক্রবার সকালেই আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.