জুড়ী (মৌলভীবাজার) জালালুর রহমান
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামে প্রায় ৫০টি পরিবারের বাস, তবে দীর্ঘ ৫০ বছর ধরে তারা ব্যবহৃত রাস্তা অত্যন্ত খারাপ অবস্থায় পড়ে রয়েছে। এটি একটি কাঁচা ও ভাঙাচোরা রাস্তা, যার এক কিলোমিটার দীর্ঘ পথ বর্ষাকালে সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। এর ফলে এলাকার বাসিন্দাদের চলাচল, বিশেষ করে অসুস্থ রোগী, শিক্ষার্থী, ও বয়স্কদের জন্য মারাত্মক সমস্যা তৈরি হয়।
এলাকার স্থানীয়দের দাবি, যদি রাস্তার সংস্কার ও পাকা করণ করা হয়, তবে তাদের দৈনন্দিন জীবন অনেক সহজ হয়ে যাবে এবং বিশেষ পরিস্থিতিতে (যেমন, এম্বুলেন্স বা অন্য কোন জরুরি পরিবহন) ব্যবহার করা সম্ভব হবে। বিশেষত, এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেটি দক্ষিণ বড়ধামাই গ্রামের বাসিন্দাদের একমাত্র সংযোগ মাধ্যম টালিয়াউরা গ্রামের সঙ্গে। কিন্তু দুঃখজনকভাবে, এ রাস্তাটি স্বাধীনতার ৫০ বছর পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় কোনো সংস্কার বা উন্নয়ন হয়নি।
এলাকার বাসিন্দাদের মতামত
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার সভাপতি এবং জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক এস এম জালাল উদ্দীন বলেন, “এটি আমাদের গ্রামবাসীদের জন্য একমাত্র ও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। আমরা বহুবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে কোনো ফল পাইনি।”
এদিকে, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজের অনার্সের শিক্ষার্থী নুশরাত ইসলাম বুশরা বলেন, “শতাধিক শিক্ষার্থীর যাতায়াতের প্রধান মাধ্যম এই রাস্তা, যা প্রায়ই বিপজ্জনক হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে আবেদন করেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা আশা করি, প্রশাসন আমাদের কথা শুনবে।”
এলাকার মসজিদ কমিটির পক্ষ থেকে অনুরোধ
হযরত বোতাইশাহ (র:) মোকাম জামে মসজিদ পঞ্চায়েত উপদেষ্টা পরিষদের সভাপতি আব্দুল লতিফ বলেন, “মসজিদ সংলগ্ন রাস্তা এবং হাজী ছওয়াব আলী সাহেবের বাড়ির পাশের রাস্তা সংস্কার করা হলে, এম্বুলেন্স বা ফায়ার সার্ভিস জরুরি সময়ে সহজে আসতে পারবে। এই রাস্তার সংস্কার দ্রুত প্রয়োজন।”
এলাকার বাসিন্দারা জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করছেন, যাতে দ্রুত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার বা নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.