অশোক মুখার্জি,কলাপাড়া ( পটুয়াখালী )
ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির একটি মৃত ডলফিন। শুক্রবার (১ আগষ্ট ) দুপুরে সৈকতের মাঝি বাড়ি পয়েন্ট এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে।
প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের এ ডলফিনটির পুরো শরীরেই চামড়া উঠানো, কিছু অংশ পঁচে গেছে, লেজ ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে তিন চারদিন আগে এটি মারা গেছে। প্রথমে কুয়াকাটা পৌরসভার পরিছন্ন কর্মীরা এটিতে দেখতে পায়। পরে বন বিভাগ ও পৌরসভার উদ্যোগে মাটিচাপা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরের জোয়ারের সময় সমুদ্র কিছুটা উত্তাল ছিল। ধারণা করা যাচ্ছে ঢেউয়ের তোড়ে ডলফিনটি তীরে ভেসে এসেছে দেখে মনে হচ্ছে ৩-৪ দিন আগে এটি মারা গেছে। ডলফিনটির পিঠ ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে।
ওয়ার্ল্ডফিশ-এর ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এসব মৃত ডলফিনের কারণ অনুসন্ধানে কাজ করছি। অধিকাংশ ক্ষেত্রে বিষক্রিয়ার চিহ্ন মেলেনি ধারণা করা হচ্ছে। ট্রলিং জেলেদের অসাবধানতা ও সমুদ্রে প্লাস্টিক বৃদ্ধির কারণে মৃত্যু ঘটছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, সৈকত এলাকায় ডলফিন রক্ষায় আমরা কাজ করছি। তবে আগের তুলনায় ডলফিনের মৃত্যুর সংখ্যা কমলেও, এখনও নিয়মিত এমন খবর আসছে। আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থা এই মৃত্যুর কারণ নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করুক।
বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে কুয়াকাটা পৌরসভার পরিছন্ন কর্মীদের নিয়ে ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.