Nabadhara
ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময়, নির্বাচনী প্রত্যাশা জানালেন বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আগস্ট ১, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী শেখ মোহাম্মদ শামীম বলেছেন, “ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আছি এলাকার উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও দেশের কল্যাণে কাজ করার জন্য।”

 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে সরাইল সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মো. রওশন আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ মোহাম্মদ শামীম।

 

বক্তব্যে তিনি বলেন, “আমার স্বপ্ন সরাইল-আশুগঞ্জ অঞ্চলের মানুষকে নিয়ে। এ এলাকার উন্নয়ন ও সরাইলের ঐতিহ্য রক্ষা করাই আমার লক্ষ্য। আমি চাই আপনারা আমাকে সহযোগিতা করুন, আমার প্রতি সুদৃষ্টি রাখুন। ইনশাআল্লাহ, আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবো এবং এলাকার প্রতিটি সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করব।”

 

তিনি আরও বলেন, “রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি সবসময় গণমাধ্যমবান্ধব মনোভাব নিয়ে কাজ করি। আপনাদের সমর্থন ও পরামর্শ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় সরাইল উপজেলার সিনিয়র সাংবাদিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।