Nabadhara
ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ এক জেলের ম/রদেহ উ/দ্ধার

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী)
আগস্ট ১, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী)

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জেলের মধ্যে নজরুল ইসলাম (৫৮) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা সৈকতের মিরা পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত নজরুল ইসলাম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চর-চান্দু পাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে। তিনি এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

নজরুল ইসলামের ছেলে নাসির হাওলাদার জানান, “গত ২৩ জুলাই বাবা মাছ ধরতে সাগরে গিয়ে ঝড়ের কবলে পড়েন। ট্রলারটি ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরও বাবার সন্ধান পাইনি। প্রতিদিন সাগর পাড়ে এসে খোঁজ করতাম। আশা ছিল হয়তো বাবা ফিরে আসবেন। আজ সকালে খবর পাই এক মরদেহ ভেসে এসেছে, এসে দেখলাম সেটা বাবারই মরদেহ।”

 

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের পরনে ছিল কালো রঙের রেইনকোট। নিহতের ছেলে মরদেহটি শনাক্ত করেছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”

 

উল্লেখ্য, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা ১৫ জন জেলের মধ্যে ৪ দিন পর সাগরে ভেসে থাকা অবস্থায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন ৫ জন। তাদের মধ্যে নজরুল ইসলামের মরদেহ প্রথম পাওয়া গেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।