Nabadhara
ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় কুষ্টিয়ার শতাধিক মসজিদে দোয়া মাহফিল

মো. রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
আগস্ট ১, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মো. রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় কুষ্টিয়ার ছয়টি উপজেলার শতাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা জেলার দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা, সদর, খোকসা ও কুমারখালী উপজেলার ৬৬টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে পৃথকভাবে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার জানান, “জেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এ দোয়ার আয়োজন করা হয়েছে। কুষ্টিয়া জেলা বাংলাদেশ মসজিদ মিশন ও উলামা বিভাগের পক্ষ থেকেও পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।”

কুষ্টিয়া শহর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য খন্দকার এ কে এম আলী মুহসিন। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার। এতে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর আসনের জামায়াতের এমপি নমিনেশনপ্রাপ্ত মুফতি আমীর হামজা, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম মমিন, শহর জামায়াতের আমীর এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে, মিরপুর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এবং বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল গফুর।

এছাড়া কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা শরীফুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী জেলা সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, সাবেক উপজেলা আমীর কাজী হামিদুর ইসলাম, সেক্রেটারি ডা. রায়হান আলী, সহকারী সেক্রেটারি হাফেজ ফয়সাল, প্রচার ও যুববিভাগ সেক্রেটারি সামছুল হক, জিয়ারখী ইউনিয়ন আমীর মাওলানা নজরুল ইসলাম, হরিপুর ইউনিয়ন আমীর মাওলানা রুহুল আমীন প্রমুখ।

দোয়া মাহফিল শেষে খতিব মাওলানা সাইফুদ্দিন আমীরে জামায়াতের দ্রুত রোগমুক্তি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।