Nabadhara
ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মীত দুটি কালভার্টে নেই সংযোগ সড়ক 

Link Copied!

মোঃ জসিম উদ্দিন ,দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামে রাস্তাবিহীন স্থানে পরপর দুইটি বক্স কালভার্ট নির্মাণ হয়েছে। খাল ও নালার ওপর নির্মিত এসব কালভার্ট দিয়ে সাধারণ মানুষের কোনো যাতায়াত নেই। এতে স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে কার স্বার্থে এ নির্মাণ?

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ২০২২-২০২৩ অর্থবছরে ৬৯লাখ ১৮হাজার টাকা বরাদ্দে আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী গ্রামে কালভার্ট দু‘টি নির্মিত হয়। একটি কালভার্ট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৩ লাখ টাকা। ৫০ মিটার দূরে আরেকটি কালভার্ট নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩৭ লাখ। মোট ব্যয় ৬৯ লাখ ১৮ হাজার টাকা। কাজ বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্স। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ডিজাইন না মেনে কাজটি করা হয়েছে।

সাতানী গ্রামের বাসিন্দা ইউসুব হাওলাদার ও আবুল বাসার অভিযোগ করেন, স্থানীয় সাবেক এমপি এবিএম রুহুল আমীন হাওলাদারের মসজিদ কমপ্লেক্সের স্বার্থেই নির্মাণ করা হয়েছে এই কালভার্ট। তবে এলাকার কোথাও সড়কের অস্তিত্ব নেই, এমনকি ভবিষ্যতেও রাস্তা তৈরির কোনো পরিকল্পনা নেই।

ঠিকাদার মেহেদী হাসান রোহান জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) নির্দেশনায় কাজ করেছেন। অনিয়মের অভিযোগ অস্বীকার করেন তিনি।

পিআইও মোহাম্মদ আলী বলেন, স্থানীয় এমপির প্রকল্প হওয়ায় কিছু করার ছিল না। টেন্ডার অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।