Nabadhara
ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে আবাসিক হোটেলে অভিযান: খেলনা পি/স্তল ও ছু/রি উ/দ্ধার, ৪ যুবক আ/টক

যশোর প্রতিনিধি
আগস্ট ১, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুর পৌর শহরের গরুহাট মোড়ে ‘রজনী নিবাস’ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ খেলনা নাইন এমএম পিস্তল, ধারালো চাকু ও মদের বোতলসহ চার যুবককে আটক করেছে। অভিযানের সময় হোটেল মালিক গাউসুল মোস্তাকের ছেলে ও স্থানীয়ভাবে পরিচিত মাদক বিক্রেতা ফয়সাল হুমায়ুন কৌশলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত এ অভিযান চালায় মনিরামপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন পৌরসভার গাংড়া এলাকার আলম খান, দুর্গাপুরের টুটুল, কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম ও খেদাপাড়ার আবু সিনহা। শুক্রবার (১ আগস্ট) সকালে তাদের আদালতে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ‘রজনী নিবাস’ হোটেলের দ্বিতীয় তলায় গভীর রাত পর্যন্ত চলে আসছিল সন্ত্রাসী ও মাদকসেবীদের আসর। হোটেল পরিচালনাকারী ফয়সাল হুমায়ুনের নেতৃত্বেই এসব অসামাজিক কর্মকাণ্ড চলতো। সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি ওঠে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় হোটেলের একটি কক্ষে অবস্থানরত সন্ত্রাসীরা খেলনা নাইন এমএম পিস্তল পুলিশকে লক্ষ্য করে তাক করে। পরে পুলিশ চারজনকে আটক করে এবং তাদের কাছ থেকে পিস্তলের মতো দেখতে খেলনা অস্ত্র, একটি ধারালো ছুরি ও কয়েক বোতল মদ জব্দ করা হয়।”

পুলিশ বাদী হয়ে পলাতক ফয়সাল হুমায়ুনসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

হোটেল মালিক গাউসুল মোস্তাক জানান, “আমার ছেলে একসময় মাদকসেবী ছিল, তবে এখন সে ভালো। আমি এসব ঘটনার সঙ্গে জড়িত না।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, “আমরা দলমত নির্বিশেষে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, “বিএনপিতে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। মণিরামপুর থেকে সন্ত্রাস নির্মূলে প্রয়োজনে কঠোর আন্দোলন হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।