কাওসার হোসেন মামুন, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমেশ চাকমা (২৯) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রমেশ উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনাছড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে দীঘিনালা-বাঘাইহাট সড়কের শুকনাছড়া এলাকায় বাগানে গাছের ডাল কাটার সময় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, রমেশ চাকমা তার পারিবারিক বাগানের একটি গাছের ডাল কাটছিলেন। ওই সময় গাছের ডাল বিদ্যুতের লাইনের ওপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির দীঘিনালা অঞ্চলের সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন বলেন, “যেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে গাছ কাটার আগে আমাদের জানালে আমরা বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দিই। কিন্তু এ ঘটনায় কেউ আগে থেকে আমাদের কিছু জানায়নি।”
ওসি জাকারিয়া বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা গাছ কাটার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।