এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার, নড়াইল
বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের পরিচালনায় নড়াইলের লোহাগড়ায় স্বাস্থ্য সচেতনতা/হাইজিন বিষয়ক ওয়ার্ক ক্যাম্প এবং উপদল নেতা কোর্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস নড়াইল জেলার ব্যবস্থাপনায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত তিন দিন ব্যাপি পেট্রোল লিডার ও ষষ্টক নেতা কোর্স অনুষ্ঠান গতকাল শনিবার শেষ হয়েছে।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নড়াইলের জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি শারমিন আক্তার জাহান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বার্হ কর্মকর্তা আবু রিয়াদ,বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের যুগ্ম আহবায়ক মোঃ সাঈদ বাসিত, উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা স্কাউটসের সাধারন সম্পাদক ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান । স্কাউট লিডার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন স্কাউট লিডার শাহীনুর রহমানর টিটো, শাহ আলম,সুরুজ,সাহেব আলী,রিজাউল ইসলাম,বিপ্লব কুমার,এ্যানি রায়,রোমানা খানমসহ নড়াইল সদর ও কালিয়া উপজেলার স্কাউট লিডারবৃন্দ । অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটবৃন্দ অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.