মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২ আগস্ট) বিকেলে ‘জুলাই দ্রোহ’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটির পঞ্চগড় জেলা শাখা।
বিক্ষোভ মিছিলটি ব্যারিস্টার বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। মিছিলে ছাত্রশিবিরের জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পরে চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল বাশার বসুনিয়া, তোফায়েল প্রধান, জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি, শহীদ আবু ছায়েদের পুত্র মামুন ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলাম।
বক্তারা অভিযোগ করে বলেন, “এক বছর পার হয়ে গেলেও জুলাই হত্যাকাণ্ডের কোনো দৃশ্যমান বিচার নেই। ইন্টেরিম সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বরং এখনো স্বৈরাচারের দোসররা পঞ্চগড়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের কেউ গ্রেপ্তার হচ্ছে না।”
তারা আরও বলেন, “যখন বিএনপি-জামায়াত-শিবিরের কেউ সামান্য অভিযোগে গ্রেপ্তার হতো, তখন আজকের অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন নীরব। এভাবে বিচারহীনতা চলতে পারে না।”
বক্তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। একই সঙ্গে তারা ‘জুলাই সনদ’ দ্রুত ঘোষণার আহ্বান জানান এবং সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.