খুলনা প্রতিনিধি
খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ বলেছেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
শনিবার (২ আগস্ট) তেরখাদা উপজেলা সদরের টিএনটি চত্বর ও বাজার এলাকায় আয়োজিত পৃথক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তাজ বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। এখন জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় পাশে আছে।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ বর্তমানে দুঃশাসন, দুর্নীতি ও মতপ্রকাশের স্বাধীনতা সংকোচনের শিকার। বিএনপি ক্ষমতায় এলে স্বাধীন বিচারব্যবস্থা, প্রশাসনের নিরপেক্ষতা ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি ৩১ দফা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শরীফ নাঈমুল ইসলাম ও মোল্ল্যা রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরান হোসেন, সহ-সভাপতি মল্লিক আমিনুর রহমান, এস এম মকিদুর রহমান, তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেখ শরিফুল ইসলাম ও রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন বাবু, রিনা শিকদার, অপু মোল্ল্যা, সহর আলী আজগর, মোল্লা দরুল হুদা, জুয়েল, মহিদুল ইসলাম, রাজু চৌধুরী, মেজবা, ইলিয়াস শেখ, টুলু মোল্ল্যা ও আলামীন।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় ঐক্য, সাংগঠনিক প্রস্তুতি এবং ৩১ দফা রূপকল্প বাস্তবায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এদিকে শনিবার রাত ৮টায় রূপসা উপজেলার চাঁদপুরে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আবু জাফরের কবর জিয়ারত করেন শরীফ শাহ কামাল তাজ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.