Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দিন

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ১নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন।

 

রোববার (৩ আগস্ট) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে পরিষদের কার্যক্রম শুরু করেন।

 

এর আগে এই দায়িত্ব পালন করছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনুজ্জামান। তবে গত দুই মাস ধরে পদটি খালি থাকায় ইউনিয়নবাসী বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিলেন। এতে চরম ভোগান্তি ও অসন্তোষের সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে।

 

দায়িত্ব গ্রহণের সময় মোঃ নিজাম উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউনিয়ন পরিষদের সচিব এইচ এন মিন্টু, গ্রাম পুলিশ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান বলেন, “ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য থাকায় দীর্ঘদিন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। প্রশাসক নিয়োগের মাধ্যমে এখন ইউনিয়নবাসী নিয়মিত সেবা পাবেন বলে আশা করছি।”

 

সেবা নিতে আসা কয়েকজন স্থানীয় নাগরিক জানান, “গত দুই মাস ধরে আমরা নানা সেবার জন্য ঘুরেছি। জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদসহ গুরুত্বপূর্ণ কাজগুলো আটকে ছিল। এখন নতুন প্রশাসক আসায় স্বস্তি পাচ্ছি।”

 

নবনিযুক্ত প্রশাসক মোঃ নিজাম উদ্দিন বলেন, “দৌলতদিয়া ইউনিয়নের নাগরিক সেবাকে স্বাভাবিক ও গতিশীল করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সবাইকে সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।