Nabadhara
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে নিখোঁজ কিশোর অটোরিকশা চালকের ম/রদেহ উদ্ধার

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

শেরপুরে নিখোঁজের একদিন পর হোসেন আলী (১৫) নামের এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া ব্রিজ সংলগ্ন একটি রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হোসেন আলী সদর উপজেলার চককুমরী গ্রামের আইসক্রিম বিক্রেতা সিরাজ আলী ওরফে বুচার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার আসরের নামাজের পর ভাড়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় হোসেন। রাতে ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করে। পরদিন বিকেলে খরখরিয়া ব্রিজের পাশে পানিতে ভাসমান একটি টি-শার্ট দেখে সন্দেহ হলে মনিরাজ নামের এক তরুণ চিৎকার দেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় কিশোর হোসেনের মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, “প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহের গলায় রশি প্যাঁচানো ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তিনি জানান, “হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে তিনজোড়া জুতা উদ্ধার করা হয়েছে, যা হত্যাকারীদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

এদিকে স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ছিনতাইকৃত হোসেন আলীর অটোরিকশাটি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চিথলিয়া বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

নিহতের স্বজন ও এলাকাবাসী দাবি করছেন, হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।