Nabadhara
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চলন্ত ট্রেন থেকে ফেলে হ/ত্যাচেষ্টা, মাধবপুরে র/ক্তাক্ত অবস্থায় উ/দ্ধার যুবক

হবিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তদের হাতে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে আহাদ আলী (৩০) নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (৪ আগস্ট) ভোররাতে আখাউড়া-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার চাঙ্গার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় আহাদকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে, মাধবপুর রেলওয়ে পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

আহতের পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে জানা যায়, তিনি সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার বাসিন্দা নুর আলীর ছেলে আহাদ আলী।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে এবং তার জ্ঞান সম্পূর্ণ ফিরে আসেনি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা তাকে সিলেটে নিয়ে যান।

আহাদ আহত অবস্থায় জানান, চলন্ত ট্রেনে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

মাধবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর গোলাম মোস্তফা বলেন, “আহাদকে গুরুতর অবস্থায় রেললাইনের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এবং কারা তাকে ট্রেন থেকে ফেলে দিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত শুরু করেছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।