মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে পিবিজিএসআই (PBGSI) স্কীমের আওতায় ২০২২-২৩ অর্থবছরে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. আনিস-আর-রেজা।
সম্মানিত অতিথি ছিলেন খুলনা অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিসংখ্যানবিদ ও সহযোগী অধ্যাপক মো. ওয়াহিদুর রহমান এবং বাগেরহাট জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাদেকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, “শিক্ষা জীবনের প্রতিটি ধাপেই ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। এই পুরস্কার শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠান শেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.