সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি
ডিজিটাল সিলেট সিটি শীর্ষক প্রকল্পের কার্যক্রম মূল্যায়নের অংশ হিসেবে আইসিটি বিভাগের উদ্যোগে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে আইসিটি শ্বেতপত্র টাস্কফোর্সের একটি প্রতিনিধিদল। সোমবার (৪ আগস্ট) দুপুরে পরিদর্শন শেষে হাসপাতালের সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় টাস্কফোর্সের সদস্যরা অটোমেশন কার্যক্রমের বর্তমান অগ্রগতি, রোগীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সেবা প্রদান ও ডিজিটাল ব্যবস্থাপত্র প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করেন এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন টাস্কফোর্সের প্রধান অর্থনীতিবিদ প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহ এবং সদস্য বুয়েটের অধ্যাপক ড. রিফাত শাহরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ মাসুদ, আইসিটি বিভাগের উপসচিব মো. আবু নাছের, ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের পরিচালক মো. মাহিদুর রহমান খান, হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা, ভেন্ডর এবং সেবাগ্রহীতারা।
পরে প্রতিনিধি দলটি সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন স্থানে স্থাপিত IP ক্যামেরা এবং কোতোয়ালি থানা এলাকাভুক্ত ফ্রি WiFi সেবার কার্যক্রম পরিদর্শন করেন। তারা সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শোনেন এবং সেবার কার্যকারিতা পর্যালোচনা করেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে কোতোয়ালি থানাধীন ট্রাফিক কন্ট্রোল রুম পরিদর্শন করেন টাস্কফোর্স সদস্যরা। এ সময় সিটি কর্পোরেশনের ডেপুটি কমিশনার শাহরিয়ার আলম, এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল আশাবাদ ব্যক্ত করেন, প্রকল্পটির পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে সিলেট সিটিকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.