খুলনা প্রতিনিধি
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সার্জারির ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিনকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শাখাটির সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক রুহুল আমিন চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং নিয়মিত চাকরির বয়স পূর্ণ হলে মূল পদ থেকে অবসর গ্রহণের পর অবশিষ্ট মেয়াদে ভিসির দায়িত্ব পালন করবেন।
এছাড়া তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১ অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে, চলতি বছরের ২ মে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন ভিসির মেয়াদ শেষ হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি ভিসিবিহীন অবস্থায় চলছিল। ফলে আর্থিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। রুটিন দায়িত্বে থাকা রেজিস্ট্রারের আর্থিক ক্ষমতা না থাকায় গত তিন মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ঈদ-উল-আযহার বোনাস প্রদান সম্ভব হয়নি।
প্রসঙ্গত, খুলনা-মংলা রেলসেতু সংলগ্ন লবণচরা থানার পার্শ্ববর্তী এলাকায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের আওতায় ৫০ একর জমিতে বিশ্ববিদ্যালয়টির কাজ শুরু হয় ২০২৪ সালের জুলাইয়ে। ২০২৭ সালের জুনে কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়। গত ১৩ এপ্রিল প্রকল্পটির নাম পরিবর্তন করে রাখা হয় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়।
তবে ভিসি ও প্রকল্প পরিচালক (পিডি) নিযুক্ত না হওয়ায় জমি অধিগ্রহণসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম থেমে ছিল। এমনকি পরিকল্পনা কমিশনের অনুমোদনের (জিও) জন্যও কোনো অগ্রগতি সম্ভব হয়নি।
নিয়োগপ্রাপ্ত উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রশাসনিক জটিলতা থেকে মুক্তি পাবে এবং পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.