Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিলেটে শহিদ পরিবারের সম্মিলন

মো সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মো সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি

সিলেট, মঙ্গলবার, ২১ শ্রাবণ (০৫ আগস্ট):
সিলেট জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আজ মঙ্গলবার (০৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান আয়োজিত হয়।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, সিলেট বিভাগের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, এ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং আমরা পেয়েছি নতুন একটি স্বাধীন দেশ। এ স্বাধীন দেশে যেন নতুন করে কোন ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন জুলাই গনঅভ্যুত্থানে যারা শহিদ কিংবা আহত হয়েছেন, প্রশাসন সব সময় তাদের ও তাদের পরিবারের পাশে আছে এবং থাকবে। এ সময় তিনি অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থান ও জুলাই সনদ প্রদানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সম্মিলন অনুষ্ঠানে আগত জুলাই শহিদদের পরিবার ও আহতরা তাদের জীবনের উপর বয়ে যাওয়া প্রতিটি কষ্টের কথা ব্যক্ত করেন এবং তাদের বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেন। তাঁরা জুলাই যোদ্ধাদের সঠিক ভাবে পুনর্বাসন করে আহত যোদ্ধাদের সঠিক চিকিৎসা ও সহায়তা কামনা করেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ পরিবারের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।