আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে পৃথকভাবে বিজয় মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এসব কর্মসূচি পালন করা হয়।
বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ
বিকেলে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জিয়া চত্বর থেকে এক বিশাল বিজয় মিছিল বের হয়। জাতীয় ও দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌর চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব রেজাউল করিম হক স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, তাতী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা অংশ নেন।
জামায়াতে ইসলামী’র বিজয় মিছিল
একই সময়ে, দুর্গাপুর ফাজিল মাদ্রাসার মাঠ থেকে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজশাহী-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মাদ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বিজয় মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক ঘুরে একটি সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারী শামীম উদ্দিন, সহকারী সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, পৌর আমীর নুর আলম, উপজেলা শূরা সদস্য অধ্যাপক জাবের আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান
উভয় সমাবেশেই বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচার বিরোধী জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের অনন্য উদাহরণ। আমরা আজকের দিনে সেই ইতিহাস স্মরণ করে আবারও গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিচ্ছি।”
তারা আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ নির্বাচন ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের আন্দোলন চলবে, এবং জনগণের শক্তিতেই বিজয় আসবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.