শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবিতে আগামী ১৩ আগষ্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ আহবান করেছেন জাতীয়করন প্রত্যাশী মহাজোট।
মহাসমাবেশ সফল করতে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ে সংগ্রাম কমিটি গঠন করেছেন শিক্ষকরা।
৫ আগষ্ট সকাল ১১ টায় গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম হোসেন, দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, ফকির আব্দুল জব্বার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মানিক শেখ, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন টফি, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লিয়াকত হোসেন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক শামীম শেখ, আব্দুর রশিদ প্রমূখ।
সভা সঞ্চালনা করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ আবুল কাশেম।
সভা শেষে দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুলেে প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনকে আহবায়ক এবং দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহাকারী শিক্ষক মুহাম্মদ আবুল কাশেমকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়।
এছাড়া কমিটিতে যুগ্ম আহবায়ক পদে ফকির আব্দুল জব্বার গার্লস, স্কুলের প্রধান শিক্ষক মোঃ মানিক শেখ ও গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন টফি এবং সদস্য হিসেবে চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত হোসন, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের সহকারী শিক্ষক আতিয়ার রহমান, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির সহকারী শিক্ষক অহিদুল ইসলাম, জামতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সনজিত রায় এবং গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের সহকারী মোস্তাফিজুর রহমান ইমনকে নির্বাচিত করা হয়।
নব নির্বাচিত সংগ্রাম কমিটির আহবায়ক মোঃ জাকির হোসেন বলেন, সারাদেশে মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত প্রায় সারে ৫ লক্ষ শিক্ষক-কর্মচারী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন ভাতাসহ নানা দিক দিয়ে বৈষম্যের শিকার হয়ে আসছেন। স্বল্প বেতনের চাকরিতে তারা খুব কষ্টে জীবন অতিবাহিত করেন।
এ থেকে উত্তরন ঘটানো এবং মাধ্যমিক শিক্ষার উন্নয়নে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাহ অনুষ্ঠিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় আগামী ১৩ আগষ্ট ঢাকায় মাধ্যমিক শিক্ষা জাতীয় করন প্রত্যাশী মহাজোট মহাসমাবেশ আহবান করেছেন। সারা দেশের শিক্ষক সমাজ এতে উচ্ছ্বসিত। মহাসমাবেশ সফল করতে গোয়ালন্দ উপজেলায় তারা প্রস্তুতি সভা করে সর্বসম্মত সিদ্ধান্তে একটি সংগ্রাম কমিটি গঠন করেন। সংগ্রাম কমিটি শিক্ষক -কর্মচারীদের ঐক্যবদ্ধ করতে কাজ করবে।

