Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থানের তেরখাদায় জামায়াতের মিছিল ও সমাবেশ

খুলনা প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে খুলনার তেরখাদায় বর্ণাঢ্য গণ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে তেরখাদা উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সদর এলাকা মুখরিত হয়ে ওঠে।

সরকারি ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল গেটের সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. এনামুল হক, জেলা কর্মপরিষদের সদস্য। সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা জামায়াতের আমীর মাওলানা শেখ হাফিজুর রহমান এবং পরিচালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি নাহিদ হাসান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—মাওলানা আব্দুস সালাম জাহেদী, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা এম.এ. হাফিজ, মাওলানা আব্দুর রাকিব, মাওলানা ইবাদুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা শাহজাহান আলী, মাষ্টার আক্তার ফারুক, আব্দুস সামাদ লিটন, শ্রমিক নেতা আহসান হাবিব টুকু, ছাত্রশিবির সভাপতি মিল্লাত হোসেন এবং মুসাব্বির হুসাইন নাইম প্রমুখ।

বক্তারা বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে একশ্রেণির মানুষ চাঁদাবাজি শুরু করেছে। এই দায় শুধু একটি দলের নয়, বরং জনগণ আগামী নির্বাচনে এই চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রতিহত করবে।”

তারা আরও বলেন, “আমরা কোনো রক্তচক্ষুকে ভয় করি না। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবেই। ৩৬ জুলাইয়ের আন্দোলনের মূল দাবি ছিল ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, যা আজও বাস্তবায়ন হয়নি।”

বক্তারা অভিযোগ করেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় এখনও ফ্যাসিবাদী আচরণ, দুর্নীতি ও বৈষম্য বিরাজমান। তারা বলেন, ইসলামি আদর্শ ছাড়া একটি সত্যিকারের ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। এছাড়া, কোনো ধরনের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় বলেও তারা মত প্রকাশ করেন।

সরকারপ্রধানকে উদ্দেশ করে বক্তারা বলেন, “পলাতক হাসিনা দেশে ফিরে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছেন। ইনশাআল্লাহ, জনগণ তা রুখে দেবে।”

তারা আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার লালসা করে না। বরং যদি দায়িত্ব পায়, জনগণের সেবক হিসেবেই কাজ করবে এবং সার্বজনীন অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।