সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদটি টানা ছয় মাস ধরে শূন্য রয়েছে। ফলে সেবা পেতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জমে থাকা ফাইল ও বিলম্বিত নিষ্পত্তির কারণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সেবাপ্রত্যাশীরা।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, মান্দা উপজেলায় নিযুক্ত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা গত ১৩ মার্চ বদলির পর থেকে পদটি খালি পড়ে আছে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আখতার জাহান সাথী অতিরিক্ত দায়িত্ব পালন করলেও, প্রশাসনিক ব্যস্ততায় নিয়মিত ভূমি সেবা প্রদান সম্ভব হচ্ছে না।
এই অবস্থায় ভূমি অফিসে নামজারি, খাজনা আদায়, জমি পরিমাপ, খতিয়ান সংশোধন ও জমি লেনদেনসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। একদিকে অফিস স্টাফদের কাজের চাপ বাড়ছে, অন্যদিকে সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরতে হচ্ছে ভূমি অফিসে।
ভুক্তভোগী একাধিক সেবাপ্রত্যাশী জানান, "নামজারির জন্য আবেদন করেছি অনেক আগে, কিন্তু দীর্ঘদিনেও কাজ শেষ হয়নি। আমাদের সময় ও অর্থ নষ্ট হচ্ছে। অনলাইনে ২৮ দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না।"
এসিল্যান্ড পদে না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আদালত পরিচালনাসহ ভূমি বিরোধ নিষ্পত্তির কাজেও ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আখতার জাহান সাথী বলেন, “উপজেলায় দীর্ঘদিন ধরে এসিল্যান্ড নেই। বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে। আশা করছি শিগগিরই পদায়ন হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.