অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের স্বপ্নীল গণগ্রন্থাগারের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, ফলজ বৃক্ষ বিতরণ ও জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে স্বপ্নীল গণগ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভা, ফলজ বৃক্ষ বিতরণ ও জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বপ্নীল গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় ও গণগ্রন্থাগারের সভাপতি নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণগ্রন্থাগারের উপদেষ্ঠা ও পবিত্র আল-কোরআনের কাব্যানুবাদকারী কবি মোঃ তৈয়ব আলী, অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান, বাঙালপাড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক আতাউল গণি, কাস্তুল এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রহমান ও পদক্ষেপের ম্যানেজার সোহেল রানা দিপু।
এসময় স্বপ্নীল গণগ্রন্থাগারের পাঠক ফেরামের সদস্য, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে শতাধিক ফলজ বৃক্ষ বিতরণ করে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।