তৈয়্যবুর রহমান (তুহিন), ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে সংখ্যালঘু পরিবারের আপন দুই ভাইকে গলা কেটে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৬ আগস্ট) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল জজ শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বেল্লাল হোসেন, সালাউদ্দিন বয়াতি ও শরিফুল ইসলাম। এদের মধ্যে শরিফুল কারাগারে থাকলেও বেল্লাল ও সালাউদ্দিন পলাতক রয়েছেন। এছাড়া মামলার অপর দুই আসামি আবুল কাশেমকে পাঁচ মাস এবং আবু মাঝিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী হযরত আলী হিরণ সন্তোষ প্রকাশ করে বলেন, “এটি চরফ্যাশন উপজেলার একটি ঐতিহাসিক রায়। এই রায় প্রমাণ করে যে, দেশে এখনও ন্যায়বিচার রয়েছে। বিচারকের প্রতি আমরা কৃতজ্ঞ।”
এদিকে, রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত বাদীপক্ষের সদস্যরাও সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে রায় কার্যকরের দাবি জানান।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৭ এপ্রিল আসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একটি নির্জন বাগান থেকে দুইটি মাথাবিহীন, আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করে পুলিশ। কিছুদিন পর একই এলাকার একটি টয়লেটের ট্যাংকি থেকে ওই দুই মরদেহের কাটা মাথার খুলিও উদ্ধার করা হয়।
ডিএনএ পরীক্ষায় জানা যায়, মরদেহ দুটি চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীল নামের দুই ভাইয়ের। জমি বিক্রির টাকার লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে মামলার তদন্তে উঠে আসে।
পুলিশ বাদী হয়ে ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.